চট্টগ্রাম ব্যুরো :
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিআরটিএ, চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথায় একটি রোড ক্যাম্পেইন এবং বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
উক্ত রোড ক্যাম্পেইন ও হেলমেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব কে. এম. মাহাবুব কবির, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথোয়াইনু চৌধুরী, এবং চট্টগ্রাম মেট্রো-০২ সার্কেলের সরকারি রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদ।
এছাড়াও বিআরটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রোড ক্যাম্পেইনের অংশ হিসেবে মোটরসাইকেল চালকদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি, মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালানো হয়। পরবর্তীতে ২২ জন বৈধ মোটরসাইকেল চালকের মাঝে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
বিআরটিএ, চট্টগ্রাম জানায়— নিরাপদ সড়ক ব্যবহারে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।