গত শুক্রবার ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এমবিএ এসোসিয়েশন-এর উদ্যোগে চট্টগ্রাম থেকে রাঙামাটি পর্যন্ত সারাদিনব্যাপী আনন্দঘন পিকনিক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিটিসি’র রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স জনাব এস.এম. শহিদুল আলম, স্কুল অব বিজনেস-এর বিভাগীয় প্রধান ড. শাকিল আহমদ, প্রভাষক ড. উওম বড়ুয়া এবং ডিপার্টমেন্ট ম্যানেজার ইসমাইল বিন আজিজ। এছাড়াও এমবিএ এসোসিয়েশনের সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পিকনিক উপলক্ষে শিক্ষার্থীরা উপভোগ করেন বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রুপ গেমস এবং রাঙামাটির নয়নাভিরাম প্রকৃতি। আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও সম্প্রীতি বৃদ্ধি করা।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এমন ইতিবাচক, শিক্ষাবান্ধব এবং দলগঠনমূলক কার্যক্রম আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।