1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির মহোৎসব: নির্বাহী প্রকৌশলী কামরুলের বিরুদ্ধে ভয়াবহ অনিয়মের অভিযোগ

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম ইইডিতে দুর্নীতির রাজত্ব! কমিশনের দৌরাত্ম্য: কামরুলের সাম্রাজ্য!

কমিশনের দৌরাত্ম্য: কামরুলের সাম্রাজ্য!

ইইডিতে ঘুষ–সিণ্ডিকেটের মহোৎসব!

স্কুল–মাদ্রাসা ভবন নির্মাণে লুটপাট!

ইইডির কোটি টাকার কমিশন বাণিজ্য!

দরপত্রে প্রভাব, বিলে গুণে গুণে কমিশন!

চট্টগ্রাম ইইডিতে কাগজে কাজ, টাকায় লুট!

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষা অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র সরবরাহ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি সুবিধা স্থাপনসহ গুরুত্বপূর্ণ কাজ দেখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। অথচ দপ্তরটি ঘিরে বছরের পর বছর ধরে চলছে প্রকৌশলীদের অনিয়ম-দুর্নীতির অভিযোগ।

সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেও দুর্নীতির বিস্তর চিত্র উঠে এসেছে। অভিযোগ রয়েছে—দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসান যোগদানের পর থেকেই এখানে গড়ে তুলেছেন দুর্নীতির শক্তিশালী দুর্গ। ঠিকাদার নিয়োগ থেকে বিল পরিশোধ, দরপত্র প্রক্রিয়া, অতিরিক্ত ব্যয় প্রাক্কলন ও ‘পারসেন্ট’ কমিশন—সব ক্ষেত্রেই চলছে তার আধিপত্য।

কমিশন–নির্ভর প্রকল্প বাণিজ্য

ইইডি সূত্র জানায়, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও দপ্তরের উচ্চমান সহকারী মিলিয়ে একটি প্রভাবশালী সিণ্ডিকেট তৈরি হয়েছে। তাদের কাছাকাছি থাকা ঠিকাদাররাই কাজ পাচ্ছেন, আর বাইরে থাকা ঠিকাদারদের কাজ পেতে হয়রানি ও কমিশন দিতে হচ্ছে ৫% থেকে ১০% পর্যন্ত।

ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, কামরুল আহসান ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না। কিছু ক্ষেত্রে কাজ শেষ হওয়ার আগেই দেওয়া হয়েছে অগ্রিম বিল, যেখানেও কাটমানি নিশ্চিত করেছেন তিনি। রেট শিডিউল ফাঁস করে মোটা অঙ্কের সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে ‘কামরুলচক্রের’ বিরুদ্ধে।

নির্মাণকাজে নিম্নমান, অতিরিক্ত বিল, সরকারি অর্থ আত্মসাৎ

চট্টগ্রামজুড়ে কারিগরি স্কুল-কলেজ (টিএসসি) ও বিভিন্ন মাদ্রাসা ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে অতিরিক্ত বিল দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ইইডির অভ্যন্তরীণ সূত্রের।

গত অর্থবছর ও চলমান অর্থবছরে চট্টগ্রামের মোট ১৯টি প্রকল্পের মধ্যে ১০টিই পুরনো প্রকল্প হলেও সেগুলোর পুনঃদরপত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করেননি নির্বাহী প্রকৌশলী। প্রভাব খাটিয়ে এসব কাজে কোটি কোটি টাকার ‘কমিশন বাণিজ্য’ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগ নিয়ে এই সিণ্ডিকেট অল্প সময়ে বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়েছে। এ ঘুষ–বাণিজ্যের ভাগ পেয়েছেন দপ্তরের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্রকৌশলীদের বিরুদ্ধে আরও ভয়াবহ অভিযোগ

মনিটরিংয়ের দায়িত্বে থাকা প্রকৌশলীরাও ঠিকাদারদের প্রলোভনে অনিয়মে জড়িয়ে পড়ছেন। যার নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান। অভিযোগ রয়েছে, তিনি যাদের পছন্দ করেন, তারাই কাজ পান; অন্যরা হয়রানি ও বঞ্চনার শিকার হন।

একজন ঠিকাদার বলেন,
“কামরুল আহসান পুরো দপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। তার সিণ্ডিকেট ছাড়া এখানে কেউ কাজই পায় না।”

দুদকের তদন্ত দাবি

ভুক্তভোগী একাধিক ঠিকাদার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে এই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন। তাদের অভিযোগ,
“চট্টগ্রামজুড়ে স্কুল–মাদ্রাসা ভবন নির্মাণে তিনি লাখ লাখ টাকার দুর্নীতি করেছেন। কাজের আগেই ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। দুদক তদন্ত করলে সবই প্রমাণ পাওয়া যাবে।”

ইইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান—
“যেসব ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাদের আমরা কালো তালিকাভুক্ত করি। নির্বাহী প্রকৌশলীও আইনের ঊর্ধ্বে নন। তিনিও অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসানের কাছে হোয়াটসঅ্যাপে  বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

ইইডির অভ্যন্তরীণ কর্মকর্তারা জানান,
“দুর্নীতিবাজ প্রকৌশলীদের কারণে প্রকল্পে স্বচ্ছতা নেই, আছে গাফিলতি, অযোগ্যতা, ঘুষ, কমিশন বাণিজ্য ও নানা অনিয়ম। এতে পুরো দপ্তরে চরম অস্থিরতা নেমে এসেছে। এত অভিযোগের পরও যেন দেখার কেউ নেই।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews