বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, “আইনের শিক্ষার্থীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম অগ্রসেনানী। বিশেষ করে পরিবেশ আইন আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। আমাদের দেশে পরিবেশগত ক্ষয়, নদী দখল, দূষণ, বনভূমি ধ্বংসসহ নানা সংকট মোকাবিলায় দক্ষ ও দায়িত্বশীল আইনজীবীর প্রয়োজন আরও বেশি। তরুণ আইন শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন ভূমিকা রাখতে হবে।বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত আেইন বিভাগের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আইন বিভাগের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এস এম শোয়েভ।আইনশাস্ত্রের চর্চা কেবল আদালতকেন্দ্রিক নয়—এটি সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতি নৈতিক দায়িত্ববোধ উল্লেখ করে উপাচার্য বলেন, তোমরা জীবনের যে কাজই বেছে নেবে, সেটিকে মন থেকে ভালোবাসো। কারণ ভালোবাসা ছাড়া কোনো পেশাতেই দীর্ঘমেয়াদী সাফল্য আসে না। দায়িত্বের প্রতি মায়া, সততা, নৈতিকতা ও নিষ্ঠা থাকলে সাফল্য নিজেই তোমাদের পথ দেখাবে। আদালতে দাঁড়িয়ে সঠিক যুক্তি তুলে ধরার চেয়েও বড় বিষয় হলো—মানুষ, সমাজ ও রাষ্ট্র যেন তোমাদের ওপর আস্থা রাখতে পারে।মনে রাখবে, সত্য, অধ্যবসায় ও মানবিকতার সমন্বয়ই একজন আইনজীবীর প্রকৃত শক্তি। আর এই শক্তি নিয়েই তোমরা এগিয়ে যাবে, দেশের সেবা করবে, পরিবেশ রক্ষা করবে, এবং একদিন ন্যায় ও নৈতিকতার এক নতুন মানদণ্ড তৈরি করবে। বিশ্ববিদ্যালয় সবসময়ই তোমাদের পাশে আছে এবং তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।
আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আশপিয়া ও প্রণয় দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও আইন বিভাগে প্রভাষক মো. তৌহিদুল ইসলাম জিহাদী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, অ্যাডভোকেট তাসনুভা নূর, আইন বিভাগের প্রভাষক ফারহাত ইসলাম, প্রভাষক প্রাঞ্জল দত্ত, অহনা দাশ। অনুষ্ঠানে বিদায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নাঈমুল হোসেইন ও রাফসানুর রহমান রাকিব বক্তব্য প্রদান করেন।৩৩ ও ৩৪তম ব্যাচের দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, নাটিকা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আইন বিভাগের শিক্ষার্থীরা।