চট্টগ্রাম ব্যুরো :
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর সিন্ডিকেট সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। একাডেমিক ও প্রশাসনিক অগ্রগতি নিয়ে গভীর আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভায় সিন্ডিকেটের সদস্যরা ব্যাপক আলোচনা করেন।
সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. এম. কায়কোবাদ, চুয়েটের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ. বি. এম. আবু নোমান, বিওটি চেয়ারম্যান জনাব নবিউল আলম, এবং বিওটি সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিনসহ অন্যান্য উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষকদের গবেষণা কার্যক্রমের উন্নয়ন, এবং অটাম ২০২৫ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদনের জন্য সুপারিশ গৃহীত হয়। সভায় ইউসিটিসির অর্থ কমিটির ৯ম, ১০ম এবং ১১তম সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন এবং স্থায়ী ক্যাম্পাস বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ সিন্ডিকেট সদস্যদের কার্যকর অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইউসিটিসিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।