ঋণ খেলাপি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করেছে নির্বাচন কর্তৃপক্ষ। চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে তার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জসিমের ব্যাংক ঋণ সংক্রান্ত নথিপত্রে একাধিক অসঙ্গতি ও তথ্যগত জটিলতা ধরা পড়ে। এ কারণে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তার মনোনয়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ঘোষিত আয় ও সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, এসব সম্পদের একটি অংশ অবৈধ অর্থের মাধ্যমে অর্জিত কি না—তা পুনরায় যাচাই করা হচ্ছে।
এই ঘটনায় শুধু একজন প্রার্থী নয়, বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়াও সমালোচনার মুখে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দায় দল এড়াতে পারে কি না।
রিটার্নিং অফিস জানিয়েছে, আজ বিকেল চারটায় পুনঃযাচাই শেষে জসিম উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ থাকবে নাকি বাতিল হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।