নিজস্ব প্রতিবেদক :
দারুল হিকমা শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান দারুল হিকমা মাদরাসা, চট্টগ্রাম জিইসি শাখার ২০২৬ সালের উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন দারুল হিকমা শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও দারুল হিকমা মাদরাসা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মুহতারাম মাওলানা মানজারুল হালিম বুখারি। সহকারী পরিচালক মুহতারাম মুহাম্মদ মনসুর আলম ও শিক্ষা বিভাগীয় কো-অর্ডিনেটর মুনিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল-আলামিয়্যাহ বাংলাদেশ-এর মহাপরিচালক আল্লামা হাফেজ মুহাম্মদ ওবায়দুল্লাহ হামজা (বা. ফি.)।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক আল্লামা ড. বি. এম. মফিজুর রহমান আল আযহারী (বা. ফি.)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমদুর রহমান (বা. ফি.)।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের লেকচারার আল্লামা ফজলে এলাহী ত্বহা (বা. ফি.), বহদ্দারহাট এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন ওসমান সরওয়ার (বা. ফি.), পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মোরশেদুল আলম (বা. ফি.), আল মীম জামে মসজিদের ইমাম ও খতিব আল্লামা রফিকুল ইসলাম (বা. ফি.), শাহ গরীবুল্লাহ হাউজিং সোসাইটি জামে মসজিদের ইমাম ও খতিব আল্লামা হাফেজ সোলাইমান (বা. ফি.) এবং দারুল হিকমা মাদরাসা ভবনের মালিকের বড় জামাতা মোকাররম চৌধুরী (বা. ফি.)।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কোরআন ও হাদীসের শিক্ষার কোনো বিকল্প নেই। দ্বীনি জ্ঞান ছাড়া ইহকাল ও পরকালের জীবন কখনোই কল্যাণময় হতে পারে না। তাঁরা অভিভাবকদের উদ্দেশ্যে ইসলামি বিধি-বিধান মেনে চলা, হারাম থেকে বেঁচে থাকা এবং সামগ্রিক জীবনে ইসলামের অনুসরণ করার জন্য বিশেষ নসিহত পেশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার পরিচালক, শিক্ষক, শুভানুধ্যায়ী, দারুল হিকমা মাদরাসা ও হিফজ বিভাগের শিক্ষকবৃন্দ, হিফজ বিভাগের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দারুল হিকমা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আগত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।