ইমন দাশ
সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছে সমাবেশে যোগ দেওয়া সনাতন ধর্মালম্বীরা।
শুক্রবার(১ নভেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন জায়গা থেকে চেরাগি মোড় যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে বলে জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে নগরীর চেরাগির মোড়ে জড় হতে থাকেন বিক্ষোভকারীরা এসময় আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ কারিদের আটকে রাখে। এতে বিক্ষোভকারীরা সংখ্যায় বৃদ্ধি পেতে থাকলে বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দেন সনাতনী ধর্মাবলম্বীর লোকজন।
গত বুধবার চট্টগ্রাম নিউমার্কেটে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে, সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র সহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ফিরোজ খান।উক্ত মামলার প্রতিবাদ স্বরূপ ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।সেই কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামে সমাবেশ।
সমাবেশটির সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বায়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস তিনি বলেন ৫ই আগস্টের পর সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিতে কথা আশ্বস্ত করা হলেও তারাই সনাতনীদের রুখে দিতে চাচ্ছে। তিনি জানান রোববার সরকার প্রধানের নিকট স্মারকলিপি প্রদান করা হবে এবং সনাতনীদের দাবি বাস্তবায়নে সরকারকে আগামী সোমবার অব্দি সময় দেওয়া হবে। যদি এর মধ্যে দাবি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কুশল বরণ চক্রবর্ত্তী বলেন, একমাত্র সনাতনীরাই শতভাগ রাজাকার মুক্ত। অথচ এখন সনাতনীদের দেশদ্রোহীর ট্যাগ দেয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাস সনাতনীদের বঞ্চনার ইতিহাস। তবে সনাতনী সমাজ এখন অধিকার সচেতন হয়ে উঠেছে। তারা অধিকার আদায়ে মাঠে নেমে পড়েছে।
Leave a Reply