চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে বন্দর থানার নেভাল বার্থ-৬ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
মরদেহের পরনে ছিল নীল রঙের ফুল জিন্স প্যান্ট, ম্যাগি হাতার কালো হুডি এবং সাদা হাফ হাতার গেঞ্জি।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানিয়েছেন, এখনও পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
Leave a Reply