নাগরিক নিউজ চট্টগ্রাম :
কাজী মুজিবুর তোমার জন্য একটি স্নাইপার বুলেট যথেষ্ট বলে হুমকি দিলো কুকী চীন ন্যাশনাল আর্মি – চট্টগ্রাম (কেএনএফ) এর ফেসবুক পেইজে। গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে kuki-chin national army-chittagong নামে তাদের নিজস্ব ফেসবুক পেইজে লিখিত স্ট্যাটাস দিয়ে সরাসরি প্রকাশ্যে এ হুমকি দেন। হুমকিতে লেখা হুবহু তুলে ধরা হলো – স্মরণাতীতকাল থেকে এই পাহাড়ের বুকে বম জনগোষ্ঠী খৃষ্টান ও মারমা বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্ম বিশ্বাসের কারণে কোন দিন কখনো ঝামেলা হয়নি। এক দশকের মধ্যে এই রিক্সাওয়ালা কাজী মুজিবুর রহমান বান্দরবনে অনুপ্রবেশ করে পাহাড়ে কোন গীর্জা করা যাবেনা, মন্দির করা যাবেনা, প্যাগোডা নির্মাণ করা যাবেনা, আরও কত কিছু নিয়ে উচ্চ কন্ঠে মানবাধিকার লঙ্ঘনের মত ধর্ম বিরোধী বক্তব্য রেখে আসছে। এই পাহাড় কি তোর বাপের? এই পাহাড় আমাদের পূর্ব পুরুষদের ভূমি। সেখানে বাংলাদেশের সকল সেনাবাহিনীর কমান্ডো ফোর্স এসে অত্যাধুনিক অস্ত্র নিয়ে কুকি জাতির নিজ বানানো গাদাবন্দুক দিয়ে সশস্ত্র যুদ্ধে পরাজিত হতে বাধ্য সেনাবাহিনীকে। সেই খোঁজ খবর আইএসপিআর থেকে রাখ। তুমি (মুজিব) সেখানে সংখ্যা জাতিসত্তার নিধনে কত আস্ফালন আর বড় বড় বক্তব্য রাখছ। কেএনএফ আবার শক্তভাবে ফিরে আসবে সেদিন তোমার জন্যে একটি স্নাইপার বুলেটই যথেষ্ট। হাজার-হাজার সেনা ক্যাম্প সারিবদ্ধভাবে সাজিয়ে স্হাপনের মধ্যে দিয়ে আমাদের সশস্ত্র সংগ্রামকে বাঁধা সৃষ্টি করা যাবে সেই চিন্তা করো না! মনে রেখো- আমরা কেএনএফ! শান্তির উপায়ে কোন সমস্যা সমাধান না চাইলে সশস্ত্র উপায়ে সমাধানের চেষ্টা করলে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সমাধান হবে।
“এই দুই জনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করুন। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আর মদদদাতা সমানভাবে দায়ী ও অপরাধী “-
এদিকে যে দুইজনকে গ্রেফতারের দাবি জানান, তার মধ্যে কাজী মুজিবুর রহমান এর সাথে বান্দরবান জেলা ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান পিএসসি সহকে পেইজে ছবি দিয়ে এই হুমকি দেওয়া হয়। একরম পার্বত্য চট্টগ্রামের পুরো সেনাবাহিনকে হুমকির মুখোমুখিতে দাঁড় করিয়েছে বলে পার্বত্য চট্টগ্রামের সচেতন জনসাধারণ মনে করেন। ঐদিকে কুকী চীন ন্যাশনাল আর্মি (কেএনএফ ) এর ফেসবুক পেইজে এধরনের হুমকি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি জোড়ালো ভাবে দেখেছেন বলে বিশ্বস্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।