গত ২০ই ফেব্রুয়ারী ২০২৫-এ ইউসিটিসি এন্ড সিএনসিসি যৌথভাবে সপ্তাহব্যাপী ক্রিকেট, শটপুট থ্রো, লং জাম্প , রিলে রেইস , স্প্রিন্ট বিভিন্ন খেলার আয়োজন করা হয়। উক্ত ক্রিকেট খেলায় ইউসিটিসির এমবিএ প্রোগ্রাম ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় বিবিএ প্রোগ্রাম। বিজয়ী টিম এর হাতে বিজয়ী ট্রফি প্রদান করেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিটিসির স্কুল অব বিজনেজ বিভাগের প্রধান ড.শাকিল আহমেদ, স্কুল অব বিজনেসের সকল শিক্ষক ও শিক্ষিকা, স্পোর্টস এসোসিয়েশনের উপদেষ্টা ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম, স্পোর্টস কোঅর্ডিনেটর মোঃ আকরামুদ্দুল্লাহ, সিএনসিসি প্রিন্সিপাল মোহাম্মদ ইমাম হোসেন।
Leave a Reply