চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় স্বাধীনতাস্তম্ভে ‘গেরুয়া পতাকা’ লাগানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সদরঘাট থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন, কোতোয়ালী থানার আলকরণ দোভাষ কলোনীর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরীর ছেলে রাজেশ চৌধুরী এবং একই এলাকার অমল দাশের ছেলে হৃদয় দাশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, ‘গত শুক্রবার লালদীঘি ময়দানে সমাবেশের পর স্বাধীনতাস্তম্ভে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগানো হয়। যা জাতীয় পতাকা অবমাননার শামিল। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
জানা গেছে, গত ২৫ অক্টোবর সনাতন সম্প্রদায় ৮ দফা দাবি আদায়ে লালদীঘি ময়দানে সমাবেশ করে।
Leave a Reply