চট্টগ্রামে আজকে পহেলা ফাল্গুনের ছোঁয়ায় নতুন প্রাণে উদ্দীপ্ত!রোদ্দুরের হাসি, রঙিন ফুলের মালা ও মৃদু বাতাসে প্রতিটি কোণ ভরে উঠেছে বসন্তের সুর, যেখানেই স্পষ্ট চোখে পড়ে বাঙালির সৃজনশীলতা ও প্রাণবন্ত সংস্কৃতির ছাপ। আজকের এই উৎসবে, সুর, নৃত্য ও কবিতার অপূর্ব মিশেলে নিজেকে হারিয়ে দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ও মানব হৃদয়ের মিলনস্থল।
চট্টগ্রামে পহেলা ফাল্গুন উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদের ২০তম আয়োজন ‘বোধন বসন্ত উৎসব ১৪৩১’ জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শুরু হওয়া অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী ও সংগঠনের সহ-সভাপতি শিমুল নন্দী’র একক আবৃত্তি দিয়ে সূচনা হয়। এরপর সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ-এর ‘রাগ ইমন’ পরিবেশনা, তালতীর্থ তবলা শিক্ষাকেন্দ্রের তবলা লহড়া, গান, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা পরিচালিত হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলেছে।
পাহাড়তলী আমবাগান পার্কেও বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে পৃথকভাবে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে সকালবেলা চিটাগংয়ের সম্মিলিত বেহালাবাদনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি সোহেল আনোয়ার, নিপ্পন পেইন্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মানব কুমার সাহা এবং কুণ্ডেশ্বরী ঔষধালয়ের কর্ণধার বাসুদেব সিনহা।
উৎসবের আনন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা ও পার্শ্ববর্তী সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি, তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফোন, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমেও বসন্তের শুভেচ্ছা বিনিময় চালু রয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে আজকের চট্টগ্রাম উদযাপন করছে বসন্তের আগমনী সুর, যেখানে প্রতিটি হৃদয় ও মন উন্মাদিত হয়ে নতুন প্রেরণায় স্পন্দিত।
Leave a Reply