চট্টগ্রাম ব্যুরো :
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে গত ৪ জুলাই ২০২৫ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাখায় মিনি ট্রাকের মাধ্যমে পরিভ্রমণ করে১০০০টি ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরণ ও বিশ্ব পরিবেশ রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বোয়ালখালী থানার সামনে পথসভা করেন, উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক,অনুষ্টানটি পরিচালনা করেন পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনর্চাজ গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরির্দশক (তদন্ত) খায়রুল ইসলাম খান, তপন কুমার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, সাংবাদিক বাবর মোনাফ, অর্ঘ্য ভৌমিক, রুদ্র পাল, শাওন বিশ্বাস, দীপ্ত বিশ্বাস ।
বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশের বিরুপ প্রভাব শুধু একটি জাতি নয়, পুরো দুনিয়াটাই জড়িত হয়ে আছে বিষয়টিতে। মানবজাতি থেকে শুরু করে বন্যপ্রাণী, পাখি, সামুদ্রিক মাছ সকলে চরম অসহায়। এর থেকে পরিত্রান পেতে আমাদের প্রজন্মকে পরিবেশ ও প্রাণ-প্রকৃতির প্রতি সম্পৃক্ত করতে না পারলে মানবজাতি অস্তিত্বের সংকটে পড়বে ।
আপনারা এই পৃথিবীতে মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে মহৎ দায়িত্বটি পালন করবেন বিধায় সেই বিশ্বাস রেখে অনেক কষ্ট করে চট্টগ্রাম শহর থেকে এসে আপনাদের হাতে বৃক্ষের চারা গুলো তুলে দিলাম। আপনারা বৃক্ষের চারা গুলোকে সঠিকভাবে পরিচর্যা করে বড় হওয়ার সুযোগ করে দিবেন। সাথে সাথে আরো বলেন, যে বৃক্ষগুলো বিদ্যমান আছে এই ধরনীতে সেগুলোকে রক্ষা করতে হবে, না হলে বৃক্ষের চারা রোপনের কোন মূল্যই থাকবেনা। পাখি খাঁচায় বন্দি করে রাখা,পাখি হত্যা, বৃক্ষ হত্যা, বন্যপ্রাণী হত্যা করা, বন আইন ২০১২ অনুসারে দণ্ডনীয় অপরাধ এবং মানব সভ্যতার সম্পূর্ণ বিরোধী। পরিশেষে বক্তারা বলেন পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও মানব স্বাস্থ্যের জন্য পলিথিন মারাত্মক হুমকি স্বরুপ। পলিথিন নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। বোয়ালখালী উপজেলার ফুলতলা, কানুনগোপাড়া, দাশের দিঘি, বাসীর দোকান, বেঙ্গুরা, শাকপুরা চৌমুহনী এলাকায় ঘুরে ঘুরে জনগণের কাছে বৃক্ষের চারাগুলো বিতরণ করেন।