ঢাকা: মিরপুর থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন নাহিয়ান (মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী), রনি (ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী) এবং সাফরান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থানা কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের মধ্যে অসন্তোষ চলছিল। ঘটনার দিন তারা পুনরায় কার্যালয়ে এসে প্রতিবাদ জানালে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংগঠনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন, “কিছু লোক মিরপুর থানার কমিটিতে যুক্ত হতে চেয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে বাকবিতণ্ডা হয়। তবে বড় কোনো হামলার ঘটনা ঘটেনি।”
আহতদের অবস্থার বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
Leave a Reply