বাংলাদেশে উগ্র মৌলবাদ মাথাচাড়া দেবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের তরুণ সমাজ ধর্ম নিয়ে পক্ষপাতহীন এবং তারা বাংলাদেশকে নতুন করে গড়তে চায়। তরুণদের শক্তি পুরো বিশ্বকে বদলে দিতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা জানান।
সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের উদাহরণ দিয়ে ড. ইউনূস বলেন, “তরুণরা অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে তরুণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের অভ্যুত্থানে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের স্বপ্ন পূরণে মনোযোগ দেওয়া আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণরা যোগ্যতার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিনজন তরুণকে অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এখন মন্ত্রিসভার সদস্য হিসেবে অসাধারণ কাজ করছেন। তারা এই শতাব্দীর তরুণ, বিগত শতাব্দীর নয়।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ড. ইউনূস বলেন, “আমাকে জোর করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছে। আমি আমার আগের কাজেই ফিরে যেতে চাই। সেটি বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য।”
দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশের খেতাব বাংলাদেশকে প্রদান করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন, ছাত্র-জনতার অভ্যুত্থান, এবং নতুন একটি যাত্রার সূচনা এই স্বীকৃতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply