1. admin@nagoriknewsbd.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হকের জোরপূর্বক সাউদার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুপ্রবেশের চেষ্টা

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৭ গননা করুন
চট্টগ্রাম প্রতিনিধি : সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হক কতিপয় শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে জোরপূর্বক পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা ও কর্মচারীরা প্রতিহত করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকতার্রা এসে কতৃর্পক্ষের সাথে আলাপ করে প্রকৌশলী মোজাম্মেল হককে বাসায় চলে যাওয়ার পরামর্শ দেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাস্টি বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার অনুরোধ করেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পর তিনি তাদের অনুরোধ উপেক্ষা করে গেট ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালান। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বয়োবৃদ্ধ এমন একজন শিক্ষিত ব্যক্তির গর্হিত আচরণে হতবাক পথচারী ও এলাকাবাসী বিরূপ ও ক্ষোভ প্রকাশ করেন।

প্রকৌশলী মোজাম্মেল হক ক্যাম্পাসে প্রবেশে ব্যর্থ হয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিশ^বিদ্যালয়ের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। এমতাবস্থায় কারো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে বিশ^বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য যে, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সুনাম, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার দায়ে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৪টি গুরুতর অভিযোগসহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে সুনির্দিষ্ট ১৪টি গুরুতর অভিযোগের জবাব ও তদন্তের শর্তে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করেন সাউদার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্ট। এছাড়াও অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হকের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews