এসিআই কনজিউমার ব্র্যান্ডসের সিওও হলেন সন্দ্বীপের কামরুল হাসান
সাইফ রাব্বী, সন্দ্বীপ, চট্টগ্রাম:
দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এসিআই পিএলসির কনজিউমার ব্র্যান্ডসের চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে পদোন্নতি পেয়েছেন এসিআই কর্মকর্তা মো. কামরুল হাসান। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এসিআই পিএলসিতে এক দশকেরও বেশি সময় ধরে প্রগতিশীল নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি কোম্পানির কনজিউমার ব্র্যান্ড ও ব্যবসায়িক কৌশল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি এসিআই কনজিউমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের এফএমসিজি ও লবণ শিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মো. কামরুল হাসানের কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি। এর মধ্যে টানা ২২ বছর তিনি এসিআই–তে থেকে প্রতিষ্ঠানের ব্র্যান্ড পোর্টফোলিও উন্নয়ন ও বহুমুখীকরণে বিশেষ অবদান রেখে চলেছেন। বিশেষ করে ‘এসি আই পিওর সল্ট’ প্রতিষ্ঠা ও প্রসারে তার কৌশলগত সিদ্ধান্ত ও উদ্ভাবনী উদ্যোগ দেশের লবণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মো. কামরুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতেই তিনি বাংলাদেশের সফট ড্রিংক বাজারে স্লিম ক্যান–এ ‘ভার্জিন ড্রিংকস’ চালু করে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রথম ভ্যাকুয়াম ইভাপোরেটেড বিশুদ্ধ লবণ ‘এসি আই পিওর সল্ট’ বাজারে নিয়ে আসেন।
এ ছাড়া স্যাভলন অ্যান্টিসেপটিক, ওয়ান্ডার ডিশওয়াশিং, স্মার্ট ওয়াশিং পাউডার, শাইনেক্স ফ্লোর ক্লিনার, সেপটেক্স বার সোপ, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, টুইংকল বেবি ডায়াপার, এসি আই সুগার, কোলগেট, স্পার্কল লাইটস ও ডুলাক্স পেইন্টসসহ অসংখ্য সফল ব্র্যান্ড প্রতিষ্ঠা ও বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।
বর্তমানে তিনি পারসোনাল কেয়ার, হোম কেয়ার, ফুড, ইলেকট্রনিক্স, পেইন্টস ও নিউ বিজনেস ডেভেলপমেন্টসহ বৃহৎ ও বৈচিত্র্যময় পোর্টফোলিওর নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে কোম্পানির কারখানা ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন, বিক্রয় ও বিপণন কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি খরচ নিয়ন্ত্রণ ও মুনাফা নিশ্চিতে তিনি উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছেন এবং বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছেন।
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা ৭নং ওয়ার্ড এর সন্তান মো. কামরুল হাসান এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মোক্তাদের মিয়ার কনিষ্ঠ সন্তান।