1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ষড়যন্ত্র চলবে, ত্যাগীরা টিকে থাকবে—সাতকানিয়ায় মেয়র শাহাদাত

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন ঈদুল আজহা উপলক্ষে উত্তর সাতকানিয়ার বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র আয়োজনে ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, “সুবিধাবাদীরা সবসময় ছিল, আছে এবং থাকবে। কিন্তু ত্যাগী নেতাকর্মীরাই রাজনীতির প্রকৃত উত্তরাধিকার।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট সংলগ্ন রাহী ভিলেজে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক শফিকুল ইসলাম রাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, এনামুল হক এনাম, লেয়াকত আলী চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত বলেন: “বিএনপির বিরুদ্ধে এত ষড়যন্ত্র, দমন-পীড়ন, হামলা-মামলার পরও নেতাকর্মীরা দল ছাড়েনি। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দুর্দিনে নেতাকর্মীদের ফেলে বারবার বিদেশে পাড়ি জমিয়েছে। খালেদা জিয়া কখনো পালিয়ে যাননি, বরং নেতাকর্মীদের সঙ্গে থেকে সংগ্রাম চালিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “যদি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং জনগণ ভোট দিতে পারে, তাহলে বিএনপি আবারো ক্ষমতায় আসবে। আমরা দল-মত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

বিশেষ অতিথি আবু সুফিয়ান বলেন: “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ যদি দলের নেতাকর্মীদের মাঝে ভাগাভাগি না হয়, তাহলে রাজনীতি অর্থহীন। আমরা যারা আন্দোলনের রাজনীতিতে আছি, তাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হওয়া জরুরি।”

এনামুল হক এনাম বলেন, “বিএনপি এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তা শুধুই ত্যাগী নেতাকর্মীদের জন্য। এই ত্যাগের ইতিহাস আমরা ভুলে গেলে চলবে না। সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে কাজ করার।”

উত্তর সাতকানিয়া বিভিন্ন ওয়ার্ড থেকে অনুষ্ঠানে আগত নেতা-কর্মীরা।

লেয়াকত আলী চেয়ারম্যান বলেন, “সুবিধাবাদীরা যখন রাজনীতিকে ব্যবসা বানিয়েছে, তখন গ্রামের পর গ্রামের নেতাকর্মীরা রক্ত আর চোখের জলে দল বাঁচিয়ে রেখেছেন। আজকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।”

আয়োজক শফিকুল ইসলাম রাহী বলেন, “ঈদের এই মিলনমেলা প্রমাণ করে দেয়—বিএনপির নেতাকর্মীরা আজও এক ও অভিন্ন। এখানে যারা এসেছেন, তারা কেউ সুবিধার আশায় নয়—তারা এসেছেন ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা নাছির উদ্দিন ও শামসুল ইসলাম বাবলু মেম্বার। অনুষ্টানের শুরুতে দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

তাপস বড়ুয়া/নাগরিক নিউজ

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews