বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। তাদের মূল উদ্দেশ্য আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করা।
নিষিদ্ধ ঘোষিত একটি দলের মানববিধ্বংসী কার্যক্রমের ব্যাপক প্রচার নিয়ে তিনি গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। রিজভী প্রশ্ন তোলেন, কীভাবে কিছু মিডিয়া এমন ধ্বংসাত্মক কার্যক্রমকে ফলাওভাবে প্রচার করছে? তিনি মনে করেন, এ ধরনের প্রচারকারীদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।