1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএসসি’র রেকর্ড মুনাফা, ছয় মাসে আসবে আরও তিন জাহাজ

  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জনের পাশাপাশি সরকারের অর্থায়ন ও নিজস্ব তহবিল ব্যবহার করে আগামী ছয় মাসের মধ্যে আরও তিনটি নতুন জাহাজ অধিগ্রহণের মাধ্যমে বহর সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরের বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

 

এর আগে বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থ-বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। তিনি জানান, গত জুনে শেষ হওয়া অর্থবছরে কর সমন্বয়ের পর বিএসসির নিট মুনাফা হয়েছে ৩০৬.৫৬ কোটি টাকা, যা কর্পোরেশনের গত ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির পরিচালনা আয় ছিল ৫৯০.৯৮ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ২০৭.৩০ কোটি টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়ায় ৭৯৮.২৮ কোটি টাকা। অন্যদিকে পরিচালনা ব্যয় ছিল ২৮৯.৯২ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ছিল ১২৬.৪৫ কোটি টাকা। ফলে মোট ব্যয় হয় ৪১৬.২৭ কোটি টাকা।

ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬.১৮ কোটি টাকা, মোট ব্যয় ছিল ৩১১.৫৯ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছিল ২৪৯.৬৯ কোটি টাকা। সে হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির নিট আয় বেড়েছে প্রায় ৫৬.৮৭ কোটি টাকা।

বার্ষিক সাধারণ সভায় বিএসসি পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের নিট মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। নিজস্ব অর্থায়নে জাহাজ ক্রয়ের পরিকল্পনা থাকায় গত অর্থবছরের মতোই লভ্যাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। ভবিষ্যতে লাভের ধারা অব্যাহত থাকলে আরও বেশি লভ্যাংশ প্রদানের আশাবাদ ব্যক্ত করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসসির মোট সম্পদের পরিমাণ ৩,৫৮২.৯২ কোটি টাকা এবং মোট বহিঃদেনা ১,৯৮৩.৭৭ কোটি টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিএসসি প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনেছে। এর মধ্যে প্রথম জাহাজ ‘এম.ভি. বাংলার প্রগতি’ ইতোমধ্যে বিএসসির বহরে যুক্ত হয়ে বাণিজ্যে নিয়োজিত হয়েছে। দ্বিতীয় জাহাজ ‘এম.ভি. বাংলার নবযাত্রা’ ২০২৬ সালের জানুয়ারি মাসে বহরে যুক্ত হবে।

তিনি আরও জানান, সরকারি অর্থায়নে দুটি রেডিমেড এমআর ট্যাংকার এবং নিজস্ব অর্থায়নে একটি রেডিমেড বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইআইএফসি-এর মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ১৪ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং ৮১ হাজার ৫০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুটি মাদার বাল্ক ক্যারিয়ার নির্মাণের লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। প্রকল্পে অর্থায়নের জন্য চীন সরকারের সম্মতি পত্র পাওয়া গেছে এবং ঋণ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া কন্টেইনার পরিবহন বাণিজ্যে অংশগ্রহণ বাড়াতে ২,৫০০ থেকে ৩,০০০ টিইইউ ক্ষমতাসম্পন্ন ১২টি সেলুলার কন্টেইনার জাহাজ অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সহায়তায় ৬টি জাহাজ নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএসসি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews