চট্টগ্রাম প্রতিনিধি :আগরতলায় বাংলাদেশ কনস্যুলেট এ ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী জংগীদের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে 25নং রামপুর ওয়ার্ড যুব দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এম.এস রেজা শাহিনের সভাপতিত্ত্বে ও আবদুল হান্নান সাজু সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 25নং রামপুর ওয়ার্ড বিএনপি এর সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সওদাগর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস হালিশহর থানার সাধারণ সম্পাদক ফিরোজ আলম,হালিশহর থানা যুবদলের সংগঠক মো সোহেল । আরও বক্তব্য রাখেন সোহাগ, মহিন, সবুজ, শাকিল ও শিপন।
এই উপমহাদেশে ভারত তার হীন -উদ্দেশ্য বাস্তবায়ন করতে যে উগ্র হিন্দুত্ববাদ লালন করে তা এই দেশে ফেরি করতে চায়।
ভারতীয় এই অপশক্তি তাদের মনপুত হাসিনা রেজিমকে টিকিয়ে রাখতে এমন কোন অপকর্ম নাই যা তারা করেনি।
মূলত ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে ভারতের লালিত পালিত হাসিনার পতনের মধ্য দিয়ে যে ভারত-বিরোধী বাংলাদেশের উত্থান ঘটেছে তা নিয়ে ভারত আতংকিত।….
Leave a Reply