নাগরিক নিউজ ডেস্কঃ গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যেতে শুরু করে দেশের প্রায় প্রতিটি অঙ্গনের চিত্র। সেই সঙ্গে খোলস পাল্টাতে শুরু করেন একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে শ্রমিক লীগের পদ পদবীতে থাকা লোকজন বনে যান শ্রমিকদলের নেতা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই পাল্টাচ্ছেন ভোল, বদলাচ্ছেন জার্সি! কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিএল ) কার্যালয়েও ঘটছে নেতৃত্বের রংবদল। আগে যারা করতেন ‘শ্রমিক লীগ’, আচকা তারা বনে যাচ্ছেন ‘শ্রমিক দল’ নেতা।অভিযোগ আছে, শরীফুল ইসলাম শরীফ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ ডিগবাজি খেলার নেতৃত্ব দিচ্ছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে শ্রমিক লীগ সংগঠনে জড়িত হয়েছেন, এখন তারাই আবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি ব্যবহার করে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে শ্রমিক দলের ব্যানার ঝুলিয়ে রেখেছেন। বিষয়টি নিয়ে চরম হাস্যরসের সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে।
খোজ নিয়ে জানা যায়, মোহাম্মম্দ মহিউদ্দিন-শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, শরীফুল ইসলাম শরীফ বর্তমান সিবিএ সাধারণ সম্পাদক শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ভুলু বর্তমানে সিবিএ সভাপতি এবং শ্রমিক লীগের সহ সভাপতি হিসেবে আছে ২০২০ সালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের শ্রমিকলীগের কমিটিতে।দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরই সুবিধাবাদী হিসেবে খোলস পাল্টেছেন তারা । বর্তমানে তারা নিজেদেরকে শ্রমিক দল নেতা হিসেবে পরিচয় দেন।
অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে শ্রমিক দলের কমিটিতে স্থান নেওয়ার জন্য বিএনপি ,কেন্দ্রীয় শ্রমিক দল এবং চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্ধতন নেতাদেরকে আর্থিক এবং অনৈতিক ভাবে ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছেন বলে অনেকেই জানান।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মকর্তা কর্মচারীরা বলেন, রাজনৈতিক খোলস পাল্টে মোহাম্মম্দ মহিউদ্দিন,ফিরোজ আহমেদ ভুলু,শরীফুল ইসলাম শরীফ বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের দখল-চাঁদাবাজিকে ঠিকিয়ে রাখার জন্য শ্রমিক দলের পদ পদবী নিতে মরিয়া হয়ে উঠেছেন।
এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের বলেন, বিষয়টি শুনেছি। যারা বিএনপির সিনিয়র নেতাদের ছবি ব্যবহার করে শ্রমিক দল দাবি করে ব্যানার ঝুলিয়েছে এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কমিটিতে নাম উঠতে চাচ্ছে তারা তো কেজিডিএলে আওয়ামী লীগের ত্যাগী কর্মী হিসেবে পরিচিত। এমনকি তাদের ফেসবুক প্রোফাইলে এখনও আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে নানা কর্মসূচির ছবি রয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে শ্রমিক লীগের সহ সভাপতি থেকে শ্রমিক দলে আসার ব্যাপারে বর্তমানে সিবিএ সভাপতি ফিরোজ আহমেদ ভুলুকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি তেমন কোন মন্তব্য করতে নারাজ হয়ে বলেন সব ব্যাপারে শরীফুল ইসলাম শরীফ সাহেব বলতে পারবেন। শরীফুল ইসলাম শরীফের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply