নিজস্ব প্রতিবেদকঃ
“টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি” প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের হালিশহরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে ৩য় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে তিন দিনব্যাপী এই ক্যাম্পে চট্টগ্রামের ১৮০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১,৫০০ স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছে। তাদের ৮টি সাব-ক্যাম্পে ভাগ করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে দেশের বিখ্যাত নদীগুলোর নামে—কর্ণফুলি, হালদা, শঙ্খ, সাঙ্গু, মাতামুহুরী, রূপসা, গোমতী ও বোয়ালিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিট চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার খন্দকার ফারজানা নাজনিন সেতু এবং সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ। ক্যাম্পের সভাপতিত্ব করেন ক্যাম্প মার্শাল ও যুব প্রধান আ. ন. ম. তামজীদ। অতিথিরা স্বেচ্ছাসেবকদের মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ডা. মোহাম্মদ রাকিব উল্লাহ, প্রাক্তন যুব প্রধান এইচ এম সালাউদ্দিন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর।
নাগরিক নিউজ/তাপস
Leave a Reply