চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চলমান বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকাদারদের অনুপস্থিতির কারণে ব্যাহত হচ্ছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) টাইগারপাস চসিক কার্যালয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় এ সমস্যার বিষয়টি উঠে আসে।
নগরবাসীর দুর্ভোগ লাঘবে সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে থমকে থাকা কাজ শুরু করতে হবে এবং তিন মাসের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সড়ক সংস্কারে কোন ধরনের গাফিলতি গ্রহণ করা হবে না বলেন মেয়র, যেসব ঠিকাদার যথাযথভাবে কাজ করছেন না, তাদের চুক্তিপত্র বাতিল করতে হবে। প্রকৌশলীদের দায়িত্ব পালনে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্য মানসম্মত উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগতমান নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। নিম্নমানের সামগ্রী সরবরাহ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
সড়ক সংস্কারের পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে রোড সাইন ও সচেতনতামূলক বার্তা স্থাপনের নির্দেশনা দেন মেয়র, যাতে যানজট ও দুর্ঘটনা রোধ করা যায়।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
নাগরিক/আশরাফ
Leave a Reply