তাপস বড়ুয়া, চট্টগ্রাম
অদম্য পরিশ্রম আর সাহসিকতা নিয়ে গ্রামীণ সংস্কার আর প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ডেইরি ফার্ম করে সফল হয়েছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার শীলঘাটা গ্রামের শেলী বড়ুয়া।
শেলী বড়ুয়া সংসার সামলানোর পাশাপাশি স্বামী ও বাবার অনুপ্রেরণায় বাড়ির পাশেই গড়ে তোলেন গরুর খামার। ১২টি গরু নিয়ে যাত্রা শুরু হয়েছিল। তা আজ বিশাল কর্মক্ষেত্রে পরিণত হয়েছে। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রীতিরঞ্জন বড়ুয়া ও পরিবার পরিকল্পনা সহকারী নিরুপমা বড়ুয়ার প্রথম মেয়ে শেলী বড়ুয়া।
নিজের খামারে শেলী বড়ুয়া
পড়ালেখার পাঠ চুকিয়ে, প্রখ্যাত গায়ক প্যারী মোহন বড়ুয়ার ছেলে বাংলাদেশ পুলিশের এএসপি রনজিত কুমার বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়।
বিয়ের পরিবারের সমর্থনে পা রেখেছিলেন নতুন এক অধ্যায়ে। সংসার একটু গুছিয়ে নেওয়ার পর ঘরকন্নার পাশাপাশি গড়ে তোলেন গরুর খামার। উৎসাহ জোগান স্বামী রনজিত কুমার বড়ুয়া।
শেলী বড়ুয়ার স্বামী রনজিত বড়ুয়া খামারে পশুর যত্ন নিচ্ছে
মাত্র ১২টি গরু নিয়ে যাত্রা শুরুর পর শেলী বড়ুয়া তার এ স্বপ্নের সঙ্গে জড়িয়ে রেখেছেন খামার বড় করার। খামারের নামের সঙ্গে যুক্ত করেন শাশুড়ির নাম।
খামারের পরিসর যখন বাড়তে থাকে; তখন বাড়তি লোকবলের প্রয়োজন দেখা দেয়। লোকবল নিয়োগে স্থানীয় বেকার যুবকদের প্রাধান্য দেওয়া হয়। সবার পরিশ্রমে সাফল্যের পথে হাঁটতে থাকে শেলী বড়ুয়া। খামারটি গড়ে তুলন একটি আদর্শ খামারে। উৎপাদন বাড়ে, গরুর সংখ্যা বেড়ে যায় শতাধিক।
পরিবেশের সঙ্গে খাপ খাইয়েই তৈরি করা হয় অবকাঠামো। শেডগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা, গরু-বাছুরের খাবারের সুবিধা, বিশ্রামের জন্য পর্যাপ্ত পরিসর এবং বেলা শেষে মুক্ত পরিবেশে গোচারণের ব্যবস্থা আছে খামারে। যা গরুগুলোকে সুস্থতায় বেড়ে উঠতে সহায়তা করছে।
Leave a Reply