1. admin@nagoriknewsbd.com : admin :
  2. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মাস্টারদা সৃর্য সেন’র জন্মদিনে পুস্পিত শ্রদ্ধাঞ্জলি চকরিয়ায় দুই টিসিবির ডিলার নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত – কর্মকর্তাদের সন্তোষ প্রকাশ নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত এসএসসি ৮৭ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্যোতি-সৌরভ থেকে বিএসসির আয় ১৫৩৬ কোটি টাকা তীব্র পানি সংকট—চট্টগ্রাম ওয়াসা ঘেরাও করলেন ভুক্তভোগীরা রিহ্যাব আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা কর্মচারী সমিতি ২০১৮ চট্টগ্রাম এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: এক জীবন্ত অনুপ্রেরণা ও যুগান্তকারী বার্তা ৭০০ প্রাণের নিঃশ্বাস থামিয়ে রেস্টুরেন্টে বিক্রির প্রস্তুতি, নির্মম সেই শিকারিরা আটক!
শিরোনাম :
মাস্টারদা সৃর্য সেন’র জন্মদিনে পুস্পিত শ্রদ্ধাঞ্জলি চকরিয়ায় দুই টিসিবির ডিলার নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত – কর্মকর্তাদের সন্তোষ প্রকাশ নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত এসএসসি ৮৭ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্যোতি-সৌরভ থেকে বিএসসির আয় ১৫৩৬ কোটি টাকা তীব্র পানি সংকট—চট্টগ্রাম ওয়াসা ঘেরাও করলেন ভুক্তভোগীরা রিহ্যাব আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা কর্মচারী সমিতি ২০১৮ চট্টগ্রাম এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: এক জীবন্ত অনুপ্রেরণা ও যুগান্তকারী বার্তা ৭০০ প্রাণের নিঃশ্বাস থামিয়ে রেস্টুরেন্টে বিক্রির প্রস্তুতি, নির্মম সেই শিকারিরা আটক!

দরবেশ বাবার ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক

  • শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক : বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান (প্রকাশ দরবেশ বাবা) এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। আদালতের নির্দেশে এসব সম্পদ ক্রোক করা হয় বলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মো: বাছির উদ্দিন নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে এরই মধ্যে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগ রয়েছে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে। এসব ঘটনায় ১৭টি মামলা দায়ের করেছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে।

মো: বাছির উদ্দিন জানান, সালমান এফ রহমানের মালিকানাধীন অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও গ্যাস কাঞ্চনপুর অ্যাপারেলস লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ের শারজায় অবস্থিত সালমান এফ রহমানের ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান জজ গ্লোবাল ট্রেডিং (এফজেটই) মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় ২ কোটি ৬০ লাখ ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রফতানি করে অর্থ পাচার করেছে। বর্তমানে বিষয়টি মানিলন্ডারিং মামলা তদন্তাধীন আছে।

তিনি বলেন, এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানি করে।

এজানামীয় আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির উপর নির্মিত স্থাপনা, গুলশানের দি ইনভয় নামে দুটি বিল্ডিং সালমান এফ রহমানের ছেলে এবং এজাহারনামীয় আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের উপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬তলা বিল্ডিংয়ের ২য় ও ৩য় তলার বি ১/২ (ডুপ্লেক্স), ২ হাজার ৭১৩.১০ বর্গফুটের আরো একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews