চট্টগ্রামের প্রিয় জননেতা, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩টায় হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হবে।
মরদেহটি প্রথমে চট্টগ্রাম স্টেডিয়ামে পৌঁছাবে, সেখান থেকে নেওয়া হবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে। পরে কাজির দেউরি মোড়ে অবস্থিত ভিআইপি টাওয়ারের নিজ বাসভবনে রাখা হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) জুমার নামাজের পর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।বাদ আসর রাউজানে তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মহানগর বিএনপির নেতা আব্দুল মান্নান পারিবারিক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমবান্ধব জননেতার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply