চট্টগ্রাম প্রতিনিধি :”একটাই লক্ষ্য হতে হবে দক্ষ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ টা হতে শিক্ষা মন্ত্রাণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষাঙ্গনে Skill Competition, প্রতিষ্ঠান পর্যায়ের আয়োজন উপলক্ষে স্কিলস কম্পিটিশন – ২০২৫ চট্টগ্রামের ন্যাশনাল পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) জনাব শোয়াইব আহম্মদ খান।
তিনি কারিগরি শিক্ষার গুরুত্বআরোপ করে বিভিন্ন দিক নির্দেশনা ছাত্র এবং প্রশিক্ষকদের মধ্যে উপস্থাপন করেন।
কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধিতে এবং দেশের কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও হাতে কলমে দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ( ASSET) প্রকল্পের নির্দেশনা ও সহযোগিতায় এবং ন্যাশনাল পলিটেকনিক কলেজ এর ব্যবস্থাপনায় এই স্কিলস কম্পিটিশনের আযোজন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটাক চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মোবিন, বিটাক চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ফারহানা আকতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত চট্টগ্রাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সোহরাব দস্তগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্কিটেকচার বিভাগীয় প্রধান জনাব আকবর আলী।
অনুষ্টানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক কলেজ এর সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ বি এম আব্দুল ওয়াহেদ,সাংবাদিক আ ন ম সানাউল্লাহ, শিক্ষক কাজী আসরাফ, মোহাম্মদ জুনাইদসহ অংশগ্রহণকারী বিভিন্ন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ ।স্কিলস কম্পিটিশন-২০২৫ এর উদ্বোধন শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনি কার্যক্রম পরিদর্শন করেন।
Leave a Reply