চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মিনি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার কারণে মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মোঃ ভোলা (৫০) এবং সাবু (৬০)। তাদের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আরও চার যাত্রী আহত হন। স্থানীয়রা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Leave a Reply