1. admin@nagoriknewsbd.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন তরফদার রুহুল আমিন

  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ গননা করুন

নাগরিক নিউজ ডেস্ক :বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করবেন তরফদার রুহুল আমীন। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা। এর আগেরদিন ২০০৮ থেকে টানা চার মেয়াদে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক ফুটবলার কাজী সালাহউদ্দিন এবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

তরফদার রুহুল আমীন সংবাদ সম্মেলনে বলেন, ফুটবলকে ‘শীতাতপ নিয়ন্ত্রিত’ রুম থেকে সরিয়ে বাংলাদেশের প্রতি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। আমরা ফুটবলকে ডিসেন্ট্রালাইজ করব, গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেব। ফুটবলের ভিত্তিই তো নাই, বিজয়ী হলে আগামী চার বছর আমরা ফুটবলের ভিত ঠিক করব। আমরা সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে চাই।’

জেলা ও বিভাগের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি পদে লড়ার জন্য রুহুল আমিনকে পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে। তবে তার প্যানেলে কারা লড়বেন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির, সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন ক্লাব কর্তারা।

প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচনে সালাউদ্দিনের প্যানেলে প্রধান সমন্বয়ক ছিলেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। ফুটবল সংগঠক হিসেবে অল্প সময়ে সুনামও কুড়িয়েছিলেন।তরফদারের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক ফুটবলের পৃষ্ঠপোষকতা করেছে ৩-৪ বছর। সালাউদ্দিনের অতি ঘনিষ্ঠ সেই তরফদার ২০২০ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য নির্বাচন করতে পারেননি তিনি।

তরফদার রুহুল আমিন মূলত ব্যবসায়ী। ২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে তার ফুটবলাঙ্গনে পথচলা শুরু। ২০১৬-২০২২ পর্যন্ত ফুটবলে অনেক অর্থের বিনিয়োগ করেছেন। বসুন্ধরা কিংসের আগে তিনিই প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন। সেই ক্লাব থেকে জাতীয় ফুটবল দলে এখন অনেকেই প্রতিষ্ঠিত। জেলা-বিভাগীয় পর্যায়ে ফুটবল ফেডারেশন অর্থ সেভাবে দেয়নি কখনো।

তরফদার রুহুল আমিনের অর্থায়নে জেলা-বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ২-৩ বছর খেলা পরিচালনা করেছে। ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াও মহানগর ক্লাব পর্যায়েও অনেক অর্থ প্রদান করেছেন এই সংগঠক। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মনোমালিন্যের কারণে সাইফ স্পোটিং সিনিয়র ও জুনিয়র দুই ক্লাবই ফুটবল থেকে প্রত্যাহার করে। সভাপতি পদেও তিনি শক্ত প্রার্থী হওয়ার সামর্থ্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews