নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প”-এর পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) কার্যক্রম চলমান রয়েছে।
এই প্রকল্পের আওতায় আগামী ৩ নভেম্বর ২০২৫, রোজ সোমবার সকাল ১০টায়, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) বিষয়ক তথ্য উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে প্রকল্প বিষয়ে মতামত ও পরামর্শ প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রকল্পের খসড়া পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) প্রতিবেদনটি পরিবেশ অধিদপ্তর এবং বেজার ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। আগ্রহীরা নিম্নলিখিত লিংকের মাধ্যমে প্রতিবেদনটি দেখতে পারবেন।