তাপস প্রান্ত
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন শীলঘাটা তরুণ সংঘের আয়োজনে উৎযাপিত হলো রক্তযোদ্ধা তাপস ও শাওনের স্বরণে হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস উৎসব।
হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস উৎসব উদ্বোধন করেন শীলঘাটা পরিনির্বাণ বিহারের প্রধান রত্নপ্রিয় মহাস্থবির, এ-সময় তিনি বলেন জাতি-ধর্মের ভেদাভেদ ভূলে সকলকে ঐক্য হয়ে কাজ করতে হবে। দেশ গঠনে তরুণ সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দীপানন্দ ভিক্ষু, শীলঘাটা তরুণ সংঘের সাধারণ সম্পাদক মিথাস বড়ুয়া চয়ন, প্রিয়রাজ বড়ুয়া রনি, নোবেল বড়ুয়া, অয়ন বড়ুয়া পাপ্পু, সানি বড়ুয়া, জয় বড়ুয়া, সহ প্রমুখ।
উল্লেখ্য রক্তযোদ্ধা তাপস বড়ুয়া সীতাকুণ্ডে এক্সিডেন্টে ও শাওনা বড়ুয়া অনন্যা আবাসিকে খুন হয়।
Leave a Reply