পবিত্র মাহে রমজানে নগরীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেছেন, নাগরিকদের নিরাপদ রাখতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।
গতকাল দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ব্যবসায়ী, ছাত্র সংগঠন, নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, রমজান মাসে নগরীর বড় বড় মার্কেটে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। নারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে নারী পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মার্কেটে ব্যবসায়ীদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অননুমোদিত যানবাহন শহরে প্রবেশ বা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, পণ্যের দাম সহনীয় রাখতে এবং অবৈধ মজুদদারি ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় নগরীর বাজার নিয়ন্ত্রণ, মার্কেটে চুরি-ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধ, বখাটেদের দৌরাত্ম্য রোধ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, ক্রেতাদের নিরাপত্তা এবং যানজট কমানোর জন্য পে-পার্কিং ব্যবস্থা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আশফাকুজ্জামান আকতার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, দোকান মালিক সমিতির নেতারা এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
Leave a Reply