চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার পুরানগড় ইউনিয়নের বৈতরানী-শীলঘাটা অংশে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্দনে স্থানীয়রা পোস্টার হাতে দাবী জানান
দৈঘ্যদিন যাবত অবহেলায় পরে থাকা শীলঘাটা-বাজালিয়া সড়কের সুয়ালয় ব্রীজ ও দোকান্দো কালভাট ও শীলঘাটা অংশের দ্রুত সংস্কারের দাবি করেন এলাকাবাসী।
স্থানীয়দের প্রতিবাদ
মানববন্ধনে এলাকাবাসী বলেন, বিগত দিনে এই সড়কের বিভিন্ন জায়গা ক্ষতি সাধিত হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এই রাস্তাদিয়ে প্রায় অর্ধলক্ষ মানুষ চলাচল করেন; কিন্তু রাস্তার বেহাল দশার কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিভিন্ন সময় রাস্তাটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়না। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
স্থানীয়দের প্রতিবাদ
Leave a Reply