রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৫” আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে।
মেলা উপলক্ষে ১১ফেব্রুয়ারী মঙ্গলবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের আবাসন খাতের উন্নয়ন ও নিরাপদ বিনিয়োগ নিশ্চিত স্লোগানে এই মেলা চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানী ঢাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে আবাসন খাতের চাহিদা দিন দিন বাড়ছে। ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে আবাসন শিল্পের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে আসা পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক আবাসনের সুযোগ তৈরি করতে রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো নিরলস কাজ করে যাচ্ছে।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে অবকাঠামো খাত অনেক দূর এগিয়ে গেলেও এখনো উন্নয়নের অনেক পথ বাকি। দেশের আবাসন খাত শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করছে না, এটি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রড, সিমেন্ট, টাইলসসহ ২০০টিরও বেশি লিংকেজ শিল্প আবাসন খাতের সঙ্গে সরাসরি যুক্ত। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান প্রায় ১৫%। তাছাড়া, এই খাত অর্ধকোটিরও বেশি শ্রমিকের জীবিকার সংস্থান করেছে, যা প্রায় দুই কোটি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত।
নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ে আবাসন খাত নানা সংকটের মুখোমুখি। নতুন বৈষম্যমূলক ড্যাপ (২০২২-২০৩৫), উচ্চ নিবন্ধন ব্যয় এবং সুদের হার বৃদ্ধি এই খাতে বিনিয়োগ স্থবির করে তুলেছে। ফলে নতুন প্রকল্প গ্রহণে সমস্যা তৈরি হয়েছে, কর্মসংস্থান কমেছে এবং আবাসন খাত স্থবির হয়ে পড়েছে। এই সংকট নিরসনে রিহ্যাব ড্যাপ (২০২২-২০৩৫) সংশোধন করে ২০০৮ সালের বিধিমালা কার্যকর করার দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে মোট ৪২টি স্টল থাকবে, যেখানে ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সর, ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি, ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ও ৫টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এবারের ফেয়ারে পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ এবং উইকন প্রপার্টিজ লিঃ গোল্ড স্পন্সর হিসেবে থাকছে। এছাড়া, ১৪টি কো-স্পন্সর প্রতিষ্ঠানের মধ্যে কনকর্ড রিয়েল এস্টেট, সিপিডিএল, এপিক প্রপার্টিজ, স্যানমার প্রপার্টিজ, মুনতাসির লিভিং, র্যানকন এফসি প্রপার্টিজসহ আরও অনেক নামী প্রতিষ্ঠান রয়েছে।
ফেয়ারের উদ্বোধনী অধিবেশন আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।
প্রথম দিন দুপুর ২টা থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাল্টিপল টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় চারবার প্রবেশের সুযোগ পাবেন। আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
রিহ্যাব নেতৃবৃন্দ বলেন, গত বছর জাতীয় নির্বাচনের কারণে চট্টগ্রামে ফেয়ার আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এবারের মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণ আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। এই ফেয়ারের মাধ্যমে ক্রেতারা এক ছাদের নিচে ফ্ল্যাট, প্লট, গৃহঋণ ও নির্মাণ সামগ্রী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের জন্য উপযুক্ত বিনিয়োগের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতৃবৃন্দ সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, গণমাধ্যম কর্মীরা এবারের মেলার প্রচারে অতীতের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
Leave a Reply