1. admin@nagoriknewsbd.com : admin :
  2. wordpresupport@www.nagoriknewsbd.com : admlnlx :
  3. q4fahcijgzpver5h41u@gmail.com : ivenyyqszj66 :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

প্রবীন সাংবাদিক সরওয়ার উদ্দিন স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

প্রবীন সাংবাদিক সরওয়ার উদ্দিন স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য মরহুম সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদর স্মরণে এক শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের সভাকক্ষে এ শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সহ-সভাপতি মাহবুবুর রহমান।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদান নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক সারোয়ার উদ্দিন আহম্মদের স্মৃতিচারণ করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজে’র সাধারণ সম্পাদক ও টাইমস অব বাংলাদেশ’র ব্যুরো প্রধান সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ডেইলি সানের সাবেক ব্যুরো প্রধান আবদুল্লাহ আল মাহমুদ, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও সিএমইউজে’র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ, দৈনিক পূর্বদেশের স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী, এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসনাত, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান নুরুল মোস্তফা কাজী, সাংবাদিক মাহবুবুল মওলা রিপন, ইকবাল করিম রিপন, প্রবীন সাংবাদিক ওসমান গনি, ছগীর আহমদ, দৈনিক বাংলার ব্যুরো প্রধান কর্ণফুলীর বার্তা সম্পাদক জামালুদ্দিন হাওলাদার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক কর্ণফুলীর ফটোসাংবাদিক মোহাম্মদ হোসেন।

এই সময় বক্তারা বলেন, সাংবাদিক সারওয়ার উদ্দীন আহমদ ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান এবং কর্মনিষ্ট সাংবাদিক। সিএমইউজের কার্যক্রমে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। যা সিএমইউজে’র ইতিহাসে অবিস্মরনীয় হয়ে থাকবে।

এসময় আরে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান ফরহাদী, চট্টগ্রাম টিভি ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনাম হায়দার, মীম ওসমান গণি, জাহাঙ্গীর আলম ও বজলুর রহমান প্রমুখ।

উল্লেখ্য: সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ গত শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। রোববার চট্টগ্রামের রাউজানের সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সরওয়ার উদ্দিন আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্রামের আলেপ খান সওদাগর বাড়িতে জনগ্রহণ করেন। তিনি পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে তিনি ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ/নিজস্ব সংবাদদাতা ছিলেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস এর নিউজ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বার্তা প্রেরক

রফিকুল ইসলাম সেলিম।

যুগ্ম সম্পাদক।

সিএমইউজে।

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews