–:প্রেস রিলিজ :-
০৯-১২-২০২৫ নগরীর সিটি কনভেনশন হল, এক্সেস রোড, আগ্রাবাদ এ সি এন্ড এফ সংগঠন ” গণতান্ত্রিক পরিষদ” এর প্রথম বার্ষিকী উদযাপিত হয়।
জনাব মোঃ আহ্সান এর সসঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন জনাব আবদুর রহমান খোকন। কেইক কেটে শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি জনাব এ এস এম সাইফুল আলম। উদ্ভধনী বক্তব্যে সভাপতি গণতান্ত্রিক পরিষদ এর উওোরোওর সমৃদ্ধি
কামনা করে শ্রুতি মধুর দীর্ঘ বক্তব্য প্রদান করেন। ঢাকা থেকে অন লাইনে বক্তব্য রাখেন ফেডারেশন সি এন্ড এফ এজেন্টস এর সভাপতি জনাব মিজানুর রহমান, থাইল্যান্ড থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব শওকত আলী।
গণতান্ত্রিক পরিষদ পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব ওবায়দুল হক আলমগীর ও জনাব খায়রুল আলম সুজন
দ্বিতীয় পর্ব প্রশিক্ষণ কর্মসুচীতে অংশ গ্রহণ করেন যথাক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত প্রাক্তন মেম্বার জনাব কাজী মোস্তাফিজুর রহমান, মেম্বার (টেকনিক্যাল), কাস্টমস এক্সাইজ ও আপিলাত ট্রাইবুনাল জনাব এ কে এম মাহবুবুর রহমান, ফাস্ট সেক্রেটারি জনাব মিলন শেখ ও রাজস্ব কর্মকর্তা জনাব আসিফ আহমেদ।
তৃতীয় পর্ব – সংগীত সন্ধায়
গান পরিবেশন করেন যথাক্রমে জনাব মাহবুবুর রহমান সাগর, জনাব আলমগীর হোসেন এবং
আমন্ত্রিত শিল্পী বৃন্দ।
সবশেষে মেজবানি আপ্যায়নে নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুস্টানে সমাপ্তি ঘটে।