1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা; নিহত ৬, আহত ৭

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার সকালে বন্দুকধারীরা একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় ৩ জঙ্গিসহ ৬ জন নিহত হয়েছেন।সূত্র রয়টার্সকে জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের কমপ্লেক্সটিতেও দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। এতে তিনজন জঙ্গি নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী প্রথমে কনস্টেবলারির প্রধান প্রবেশপথে হামলা চালায় এবং অন্যজন কম্পাউন্ডে প্রবেশ করে।ওই কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশসহ আইন প্রয়োগকারী কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে কারণ আমাদের সন্দেহ হচ্ছে সদর দপ্তরের ভেতরে কিছু জঙ্গি রয়েছে। বাহিনীর সদর দপ্তর একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। যেটি সামরিক সেনানিবাসের কাছে।
এলাকার একজন বাসিন্দা সফদার খান রয়টার্সকে বলেন, রাস্তাটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ এবং (নিরাপত্তা) কর্মীরা এলাকা ঘিরে রেখেছেন।পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে তিনজন জঙ্গি সদর দপ্তরে আক্রমণ করার চেষ্টা করেছিল। একজন বোমাহামলাকারী গেটে নিজেকে উড়িয়ে দেয়, অন্য দুজন প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলেও এফসি কর্মীদের গুলিতে নিহত হয়।
তিনি আরও বলেন, তিনজন এফসি সদস্য শহীদ হয়েছেন, এবং আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার সকাল ৮টায় এ হামলা হয়। তারা জানিয়েছে জঙ্গিরা প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী হামলা চালায়। আত্মঘাতী বিস্ফোরণের পর জঙ্গিরা ভবনে প্রবেশের চেষ্টা করে কিন্তু তাদের হত্যা করা হয়। তারা আরও জানিয়েছে যে এ ঘটনায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন, এবং আরও দুইজন আহত হয়েছেন।
পেশোয়ারের বৃহত্তম সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।এলআরএইচের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, হাসপাতালে আনা সব আহতদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিকও ছিলেন, তাদের সবার অবস্থা স্থিতিশীল।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপ আমাদের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে। তিনি আহতদের সুস্থতা কামনা করেন।

শেহবাজ শরীফ পুনরায় নিশ্চিত করেছেন তার সরকার সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ এবং পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো সন্ত্রাসী ষড়যন্ত্র চূর্ণ করতে অঙ্গীকারাবদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews