কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর মরদেহ রেখে পালানোর সময় নুরুল আলম সিকদার নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আলম এবং তার স্ত্রী রুমানা রামুর ছদরঘোনায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জেরে স্বামী নুরুল আলমের নির্যাতনের শিকার হন রুমানা। চট্টগ্রামে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে চকরিয়া এলাকায় তার মৃত্যু হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন মিয়া জানান, “নুরুল আলম সিকদারকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা রামু থানা গ্রহণ করবে।”
রুমানা আক্তার (২১), টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকার কৃষক নুরুল ইসলামের মেয়ে, এক বছর আগে কক্সবাজারের কালুর দোকান এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেছিলেন।
Leave a Reply