বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে গুরুতর কোনো জটিলতা দেখা না গেলেও এ ঘটনা গবেষকদের নতুন একটি রোগজীবাণু নিয়ে ভাবনার সুযোগ করে দিয়েছে।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিরা শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়ার লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বিশেষজ্ঞদের মতে, রিওভাইরাস সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় এবং শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। শীতকালে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে পারে।
রিওভাইরাস নিয়ে উদ্বিগ্ন না হলেও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। উল্লেখ্য, বিশ্বে রিওভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৫০ সালে এবং এটি এখনও গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়।
Leave a Reply