চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ বশিরুজ্জামান চত্বরে ফুটপাত এবং সড়কের বড় অংশ দখল করে চলছে অবৈধ বাণিজ্য। প্রতিদিন সকাল থেকেই শত শত ভাসমান দোকানদার ফুটপাত ছাড়িয়ে সড়কের বড় অংশে পসরা সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এদের পরিচালনায় রয়েছে চাঁদাবাজি চক্র, যারা দৈনিক এবং মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করছে। এতে করে পথচারীদের হাঁটাচলার জায়গা তো দখল হয়েছেই, পাশাপাশি যানবাহন চলাচলেও ভয়াবহ বাধার সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দোকানিরা ফুটপাত ছাড়িয়ে গাড়ি চলাচলের রাস্তার অধিকাংশ জায়গা দখল করে বসেন। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, আর সৃষ্টি হয় দীর্ঘ সময় ধরে জ্যাম। এর ফলে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি পুলিশ পরিচয়ে এই চাঁদাবাজি পরিচালনা করছেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বডিগার্ড পরিচয়ে মোহাম্মদ ইলিয়াস নামে একজন এই চাঁদাবাজি কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাধারণ মানুষের অভিযোগ, এই অবৈধ দখল এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। ফুটপাত এবং সড়ক জনগণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply