না ফেরার দেশে চলে গেলেন শতবছর বয়সী নারী পাখি রানী বড়ুয়া, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি সাতকানিয়া থানার অন্তর্গত শীলঘাটা গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৮ অক্টোবর) পাখি রানী বড়ুয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবার। ১৯ অক্টোবর শনিবার তাঁর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হবে, মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।
পাখি রানী বড়ুয়ার মৃত্যুতে, সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজিত কুমার বড়ুয়া বলেন, পাখি রানী বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সমবেদনা জানাচ্ছি শোক সন্তপ্ত পরিবারের প্রতি। ওনি খুব ধার্মিক মহিলা ছিলেন। গ্রামের সবার ভাল মন্দের খবর নিতেন। ওনার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম।
পাখি রানী বড়ুয়া শীলঘাটা তরুণ সংঘের সাবেক নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদক ছোটন বড়ুয়া এবং তরুণ সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক ঈমন বড়ুয়া রিমনের ঠাকুমা ছিলেন।
তাপস/নাগরিক নিউজ
Leave a Reply