বর্তমানে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ডিজিটাল পণ্য কেনাবেচার নামে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ‘SUBHUB (Canva Pro)’ নামের একটি ফেসবুক পেজ সম্পর্কে প্রতারণার অভিযোগ উঠেছে।
‘সাবহাব’ পেজটি নিজেদের একটি ডিজিটাল পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে দাবি করছে। তারা জনপ্রিয় ডিজিটাল টুল যেমন Canva Pro, Microsoft Office, Google Suite-এর মতো সফটওয়্যার সস্তায় বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছে। তবে অভিযোগ রয়েছে, অনেক গ্রাহক টাকা পরিশোধ করার পর তারা কাঙ্ক্ষিত পণ্য বা পরিষেবা পাচ্ছেন না।
কিছু ভুক্তভোগী জানিয়েছেন যে, তারা ‘SUBHUB’ পেজের মাধ্যমে Canva Pro-এর সাবস্ক্রিপশন কিনতে চেয়েছিলেন। কিন্তু টাকা পাঠানোর পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা সঠিক পণ্য সরবরাহ করা হয়নি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোভনীয় অফার দেখে কোনো কিছু কেনার আগে যথাযথ যাচাই করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রতারণার শিকার হলে ভুক্তভোগীদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া উচিত।
Leave a Reply