ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম এক যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটে অসাধারণ অবদান রেখে আজ ওয়ানডে ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেছেন।
সোস্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বার্তায় মুশফিক বলেন, “আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি ওডিআই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। যদিও আমাদের অর্জন বিশ্বমঞ্চে সীমিত, তবে আমার পক্ষ থেকে কখনোই চেষ্টার কমতি ছিল না। আমি সবসময় শতভাগেরও বেশি উজাড় করে দিয়েছি, নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের জন্য খেলেছি।”
গত কয়েক সপ্তাহের কঠিন বাস্তবতা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন মুশফিক। তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। তবে আমি উপলব্ধি করেছি, এটি আমার ভাগ্যেরই অংশ।”
দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিক। তার এ পথচলায় ভক্তদের ভালোবাসা, পরিবারের সমর্থন ও সতীর্থদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমি আমার পরিবার, বন্ধু, সতীর্থ এবং অসংখ্য ভক্তদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্যই আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।”
শেষে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, “আল্লাহ আমাদের সবাইকে নেক ইমান দান করুন এবং আমাদের ক্ষমা করুন। জাযাকাল্লাহ খাইর।”
মুশফিকের ওডিআই ক্যারিয়ার: সংক্ষিপ্ত
পরিসংখ্যান
ম্যাচ: ২৬৩
রান: ৭ হাজারের বেশি
সেঞ্চুরি: ৯
হাফ-সেঞ্চুরি: ৪৭
উইকেটকিপার হিসেবে ক্যাচ/স্টাম্পিং: ২৫০+
মুশফিকুর রহিমের বিদায়ে বাংলাদেশ ক্রিকেটে একটি বড় শূন্যতা তৈরি হবে, তবে তিনি টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন।বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার অবদান ভোলার নয়!
নাগরিক/তাপস
Leave a Reply