বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিরূপ মন্তব্য ও বিদ্বেষমূলক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে অনেকেই এর নিন্দা জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
জানাযায়, বাংলাভিশন টিভির অনলাইন প্লাটফর্ম বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান মাঘীপূর্ণিমা নিয়ে পোস্ট করলে, যেখানে অবমাননাকর মন্তব্য করা হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কাঞ্চায়ানন্দ ভিক্ষু নামে একজন বলেন, আবর্জনা মতৃষ্ক নিয়ে যারা অন্য ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তারা কোন ধর্মের মানুষ হতে পারে না।
তুসিবুর নামে একজন বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ সন্তান গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের দিন, আর এই দিনে কমেন্ট বক্সে যারা ডাস্টবিন বানিয়ে ফেলেছে তারা কি আদেও আমাদের দেশের ইতিহাস থেকে গৌতমবুদ্ধ কে মুছে ফেলতে পারবে।
জয়পাল নামে একজন বলেন, অসভ্যদের কমেন্টে তাঁদের পরিচয় ফুটে উঠে৷
নয়ন হোসেন নামে একজন বলেন, কতগুলো মূর্খ উদ্ভট মন্তব্য করছে এরা নামধারী মুসলিম। যেখানে স্বয়ং মহানবী (সাঃ) আমাদের বলে গেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। যে যার ধর্ম পালন করবে বাঁধা প্রদান না করতে।
নাগরিক/তাপস
Leave a Reply